Pages

Categories

Search

আজ- মঙ্গলবার ১৫ জানুয়ারি, ২০১৯

ভালুকায় বাল্য বিবাহ নিরোধ দিবসে আলোচনা ও র‌্যালী

অক্টোবর ১২, ২০১৭
জাতীয়, দিবস, ময়মনসিংহ
No Comment


মোঃ রফিকুল ইসলাম রফিক, বিশেষ প্রতিনিধি : র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে পালন করা হয়েছে বাল্য বিবাহ নিরোধ দিবস। বৃহস্পতিবার সকালে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ কর্মসুচীর আয়োজন করে।

এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রীদের নিয়ে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু,মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসি প্রমুখ।

এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।