Pages

Categories

Search

আজ- সোমবার ২৭ মে ২০১৯

ভালুকায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল

জুলাই ১০, ২০১৮
খেলাধুলা, ময়মনসিংহ
No Comment


মোঃ রফিকুল ইসলাম রফিক, বিশেষ প্রতিনিধি : প্রায় দেড় সপ্তাহ স্থগিত থাকার পর জট খুলেছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের। প্রতিদ্বন্ধি দল খেলোয়রদের বয়স নিয়ে আপত্তি তোলার কারনে ২৬জুন ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সব ধরনের আয়োজন সম্পন্ন করার পর খেলাটি স্থগিত হয়ে যায়।

অবেশেষে ডাক্তারী পরীক্ষা-নিরিক্ষা ও জন্ম সনদসহ যাবতীয় প্রক্রিয়া শেষে সোমবার ওই মাঠেই বঙ্গবন্ধু শেখ মুজিব ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল টুর্নামেন্টের পৌরসভা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা উদ্বোধন করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ দেলোয়ার হোসেন। চুড়ান্ত পর্বের পৃথক দু’টি খেলায় অংশ নেয় ভালুকা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়,পুর্ব ভালুকা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কাঠালী ভালুকাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।

পৌরসভা পর্যায়ে বঙ্গবন্ধু ফুটবলে ভালুকা মডেল ও বঙ্গমাতা ফুটবলে পুর্ব ভালুকা সরকারী প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন কালে অন্যান্যের মধে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাসুমা আক্তার, পৌর কাউন্সিলর মোঃ মুখলেছুর রহমান মুকুল,

ভালুকা মডেল সপ্রাবি’র সভাপতি নাজমুল হুদা,প্রধান শিক্ষক নাসরিন জাহান,ভালুকা বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহা আফরোজ সাঈদা,বয়েজ ক্লাবের সাবেক সভাপতি ফুটবলার শামিউল হক শামীম, সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।