ভালুকায় দিনভর বৃষ্টি ও দমকা হাওয়ায় জেঁকে বসেছে শীত
মোঃ রফিকুল ইসলাম রফিক,ময়মনসিংহ থেকে: এমনিতেই মাঘ মাস তার উপর হাল্কা বৃষ্টি সাথে দমকা হাওয়া প্রকৃতির এ আচমকা পরিবর্তনে জেঁকে বসেছে শীত। মাঘের শীতকে নিয়ে নানা কাব্যতা রয়েছে কবিতা ও গানে। তার উপর বৃষ্টি যেন শীতকে নতুন মাত্রা যোগ করে দেয়। মঙ্গলবার রাতে বৃষ্টি হয় এক পশলা। বুধবার দিনভর থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি ও সাথে দমকা হাওয়া জনজীবনকে স্থবির করে দেয়। দিনভর বৃষ্টির প্রভাবে ঘরমুখো হয়ে পড়ে লোকজন। তবে প্রতিবন্ধকতা উপেক্ষা করে কর্মজীবি লোকজন নিজ নিজ কর্মক্ষেত্রে পৌছুতে হয় সময় মতোই। বাদ যায়নি শিক্ষার্থীরাও। স্কুল কলেজ গুলোতে আগমন ছিল তবে স্বাভাবিকের চেয়ে উপস্থিতি ছিল কম।ব্যাবসা বানিজ্য ও বিপনী গুলোতে ক্রেতা অভাবে হাত গুটিয়েই দিনভর অপেক্ষা করেছে ব্যাবসায়ীরা। অফিস পাড়ায় অন্যান্য দিনের তুলনায় আগন্তকদের আনাগোনা ছিল অনেকটাই কম। যেন প্রকৃতির সাথে অভিমান। সার্বিক পরিস্থিতি ছিল অনেকটাই ’হরতাল’ আমেজের মতোই। তবে চায়ের স্টল গুলোতে ভীড় লক্ষ্য করা গেছে তুলনামুলক বেশী। বোরো মৌসুমের রোপন কাজে বিঘ্ন সৃষ্টি হয়েছে মৌসুমী হাওয়া গুড়ি গুড়ি বৃষ্টির প্রভাবে। সর্দি জ্বর ও কাশি বেড়েছে। বিশেষ করে শিশুদের জন্য সময়টা যাচ্ছে অনেকটাই বিপদ সংকুল। বসছেনা রাজনৈতিক আড্ডাও। সব মিলিয়ে মাঘের শীতে ঘরমুখো হয়ে উঠেছে মানুষ জেঁকে বসেছে শীত। দরিদ্র শ্রেনীর লোকজনের দুর্ভোগ সীমাহীন।