Pages

Categories

Search

আজ- বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০১৯

ভালুকায় খালার বাড়ী যাওয়ার পথে ভাই-বোন নিখোঁজ

নভেম্বর ১৮, ২০১৭
ময়মনসিংহ
No Comment


মোঃ রফিকুল ইসলাম রফিক, বিশেষ প্রতিনিধি:  খালার বাড়ী যাওয়ার পথে ভাই-বোন নিখোঁজ হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ১৩ই নভেম্বর উপজেলা ধীতপুর ইউনিয়নের ধীতপুর গ্রামে ।

এ ঘটনায় পিতা শহিদুল ইসলাম ভালুকা মডেল থানায় একটি সাধারন ডায়েরী (নং- ৮৬৪ তাং ১৭-১১-১৭) রুজু করেছেন।

সুত্র জানায়, মোছাঃ সাহারা খাতুন মনা (১৭) ও মোঃ মিরাজ (৭) ঘটনার দিন তাদের খালার বাড়ি উপজেলার বাঁশিল গ্রামে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। খোঁজ নিয়ে জানা পরিবারের লোকজন জানতে পারে তারা সেখানে সেখানে যায় নি।

মোছাঃ সাহারা খাতুন মনা (১৭)’র উচ্চতা ৫ফুট ১ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখ মন্ডল লম্বাটে, নিখোঁজের সময় তার পরনে সাদা কালো রং এর সেলোয়ার কামিজ ছিল।

মোঃ মিরাজ (৭)’র উচ্চতা ৪ ফিট, গায়ের রং শ্যামলা, মুখ মন্ডল লম্বাটে, নিখোঁজের সময় লাল সাদা গেঞ্জি ও সাদা হাফ প্যান্ট পড়নে ছিল।

ভালুকা মডেল থানা পুলিশ জানায় এ বিষয়ে আইনগত ব্যাবস্থা নেওয়া হচ্ছে।