Pages

Categories

Search

আজ- বৃহস্পতিবার ২৩ মে ২০১৯

ভালুকায় আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‌্যালী ও আলোচনা সভা

ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি ঃ আদীবাসিদের সাংবিধানিক শ্বীকৃতি, অসচ্ছল আদীবাসি মুক্তিযোদ্ধাদের ভাতা প্রদান, বন অধ্যুসিত এলাকার আদিবাসীদের বনের মামলা থেকে অব্যাহতি দেয়া, শিক্ষা, বাসস্থানসহ সামাজিক নিরাপত্তা বিধানের দাবী জানিয়ে ভালুকায় পালিত হলো আর্ন্তজাতিক আদিবাসী দিবস। এ উপলক্ষ্যে রোববার সকালে আদিবাসীদের সংগঠন ট্রাইভাল ওয়েলফেয়ার এসোসিয়েশন, ভিডিসি ও এসিডিএফ’র উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে। র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডাঃ অধ্যাপক এম আমানউল্লাহ এমপি। আদিবাসী কল্যান সমিতি সাবেক চেয়ারম্যান বীরেন্দ্র সাংমা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি, আদিবাসী নেতা মহেন্দ্র বর্মন, অমল বর্মন, হিন্দু বৗদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতা জন সাংমা, অমুল্য বর্মন, মলয় নন্দী মানিক প্রমুখ। আর্ন্তজাতিক আদিবাসী দিবসে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ’আদিবাসী জাতিসমুহের জীবনধারা উন্নয়ন নিশ্চিতকরন’। আলোচনা শেষে আদিবাসী শিশু-কিশোরদের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।