Pages

Categories

Search

আজ- বৃহস্পতিবার ২৩ মে ২০১৯

ভালুকার বিরুনীয়ায় আ’লীগের শোক সভা

অগাষ্ট ১৮, ২০১৫
ময়মনসিংহ, রাজনীতি
No Comment

1222
মোঃ রফিকুল ইসলাম রফিক, ময়মনসিংহ থেকে : উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ডাঃ এম আমানউল্লাহ এমপি বলেছেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে হত্যা করে বাঙ্গালী জাতির আশা আকাংখাকে হত্যা করতে চেয়েছিল ঘাতকরা। তিনি বলেন,একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ পুর্নঘটনের জন্য যখন বঙ্গবন্ধু আত্মনিয়োগ করে ছিলেন ঠিক সেই সময়ে আর্ন্তজাতিক ষড়যন্ত্রের শিকার হয়ে স্বাধিনতা বিরোধী কতিপয় সামরিক কর্মকর্তা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছিল।এতে হত্যাকারীরা বঙ্গবন্ধুর চেতনা ও আদর্শকে মুছে ফেলতে পারেনি। মঙ্গলবার বিকেলে উপজেলার বিরুনীয়া ইউনিয়ন আ’লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতির জনকের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে জাতীয় শোক দিবসের কর্মসুচীর অংশ হিসেবে বিরুনীয়া বাজারে আয়োজিত এক শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে এম আমানউল্লাহ এমপি বলেন, বঙ্গবন্ধুর শোষন মুক্ত সোনারবাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। ইউনিয়ন আ’লীগের সহসভাপতি আবুবকর ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব কাজিমউদ্দিন আহম্মেদ ধনু, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ওমর হায়াৎ খান নঈম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি, আঞ্চলিক শ্রমিকলীগ সভাপতি নজরুল ইসলাম সরকার, ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন আহম্মেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন শিবলী, উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক শাহরিয়ার হক সজিব, স্থানীয় যুবলীগ নেতা ওমর ফারুক, সিদ্দিকুর রহমান, শামছুল হক তপন, মাইদুল ইসলাম, শাখাওয়াত হোসেন রাশেল, মহসিন আলম ও কৃষকলীগ নেতা খালেকুজ্জামান। সমাবেশ পরিচালনা করেন ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক ওয়াসেক আল আমীন শিপন।শোক দিবস উপলক্ষ্যে দোয়া ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।