Pages

Categories

Search

আজ- বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০১৯

বড় দিন উপলক্ষে হিলি বন্দরের পণ্য আমদানী-রপ্তানী বন্ধ

ডিসেম্বর ২৫, ২০১৬
উৎসব, দিনাজপুর, ধর্ম
No Comment

6_news1

প্লাবন গুপ্ত শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে রবিবার দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
ফলে স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো প্রকার পণ্য আমদানি-রপ্তানি করা হয়নি। তবে ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে পাসপোর্টে যাত্রী পারাপার চালু থাকবে।
এছাড়াও বন্দরের বেসরকারি ওয়্যার হাউজ পানামা পোর্টের অভ্যন্তরে পণ্য উঠা-নামার কাজও বন্ধ রাখা হয়। তবে সোমবার থেকে যথারীতি বন্দরের পণ্য আমদানি-রপ্তানিসহ সার্বিক কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে।
বাংলাহিলি কাষ্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন রাজ বলেন, খ্রিষ্টান ধর্মের সবচেয়ে বড় উৎসব “বড়দিন” উপলক্ষে বন্দরের দুই অংশের ব্যবসায়িরা বন্দরের সকল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। এ কারণে সকাল থেকে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রমসহ পণ্য লোড-আনলোড বন্ধ রাখা হয়েছে।