Pages

Categories

Search

আজ- শনিবার ২০ এপ্রিল ২০১৯

বৃহস্পতিবার ভালুকায় আসছেন জেলা প্রশাসক খলিলুর রহমান

অক্টোবর ৫, ২০১৬
বিবিধ, ময়মনসিংহ, সরকারি কর্মচারী
No Comment

dc1
মোঃ রফিকুল ইসলাম রফিক, বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান বৃহস্পতিবার দুপুরে ভালুকায় সফর করবেন। বেলা ৩টায় ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ে জঙ্গীবিরোধী বিতর্ক প্রতিযোগীতায় দ্বিতীয় পর্ব উদ্বোধন করবেন তিনি।

এ ছাড়াও একই দিন বেলা বেলা ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ প্রশাসনিক কর্মকর্তা এবং উন্নয়ন কর্মী ও উদ্যোক্তাদের নিয়ে এক সুধী সমাবেশে মতবিনিময় করবেন।

এ লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ঠদের আমন্ত্রন জানানো হয়েছে। মতবিনিময় অনুষ্ঠানে সংশ্লিষ্ঠ সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য ভালুকা উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল আহসান তালুকদার বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।