Pages

Categories

Search

আজ- মঙ্গলবার ১৩ নভেম্বর ২০১৮

বীর মুক্তিযোদ্ধা কবি আবুল কাসেমকে সংবর্ধনা প্রদান

এপ্রিল ২৭, ২০১৭
রাজনীতি, সম্মাননা
No Comment


মোঃ হাবিবুর রহমান, মান্দা (নওগাঁ) সংবাদদাতাঃ বীর মুক্তিযোদ্ধা খ্যাতিমান কবি আবুল কাসেমকে তার জন্ম দিনে বাংলাদেশ শিশু একাডেমী নওগাঁর পক্ষ থেকে সবর্ধনা প্রদান করা হয়েছে। নওগাঁ সরকারী কে.ডি উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে বুধবার বেলা ১১টায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ নওগাঁর উপ-পরিচালক আব্দুর রফিক (উপ-সচিব)। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নওগাঁ সদর মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম সামদানী, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আবু সাইদ মোঃ কাউসার রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কবি কন্যা তাওহীদা খানম মুক্তা ও তামজিদা খানম রিক্তা, নাতী আবরার আল রাকিন, নাতনী, রাফিয়া ইসলাম ইবাদিতা, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক হাবিবুর রহমান, উপচারের মাহবুবুজ্জামান সেতু প্রমূখ। জেলার মহাদেবপুর উপজেলার সফাপুর ইউনিয়নের কচুকুড়ি গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে সন্তান সাবেক শিক্ষক, রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা খ্যাতিমান কবি আবুল কাসেমকে ক্রেস্ট প্রদানের পাশাপাশি একটি উত্তরীয় প্রদান করা হয়।