Pages

Categories

Search

আজ- মঙ্গলবার ১৯ ফেব্রুয়ারি ২০১৯

বিদায়ের প্রাক্কালে ভালুকা ইউএনও’র স্ট্যাটাস

অক্টোবর ৮, ২০১৭
ময়মনসিংহ
No Comment


মোঃ রফিকুল ইসলাম রফিক, বিশেষ প্রতিনিধিঃ ভালুকার বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসেন খান প্রমোশন পেয়ে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করতে ভালুকা ত্যাগ করেছেন।

গত ক’দিন ধরে বিদায় সংবর্ধনা সহ যাবতীয় দাফতরিক কাজ সম্পন্ন করে রোববার টাঙ্গাইলের উদ্দেশ্যে ভালুকা ত্যাগ করেন তিনি। যাবার প্রাক্কালে ফেসবুকে স্ট্যাটাস আপলোড করেন। যা ভালুকা ইউএনও আইডি তে পোস্ট করা হয়। ব্যাক্তিগত অনুভূতির প্রকাশ ঘটানো স্ট্যাটাসটি নিন্মরুপঃ

উপজেলা নির্বাহী অফিসার, ভালুকা হিসেবে প্রায় ৫ মাস অবস্থান করার পর আজ বদলী হয়ে টাঙ্গাইল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক পদে যোগদান করতে চলে যাচ্ছি। এ জনপদের প্রতিটি মানুষ অত্যন্ত ভদ্র, বিনয়ী, বন্ধুবৎসল ও প্রশাসনবান্ধব। আমার এ সময়কালে মাননীয় সংসদ সদস্য,

জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান, অতিরিক্ত জেলা প্রশাসকগণ,মেয়র, ভাইস চেয়ারম্যানদ্বয়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ, শিক্ষকগণ,সাংবাদিক, সুশীল সমাজ ও সাধারণ জনগনের আকুণ্ঠ ভালবাসা ও সহযোগীতা পেয়েছি।

যে ভালবাসা আমাকে সারা জীবনের জন্য ঝণী করে রাখল। যাবার বেলায় সকলের প্রতি রইল অপরিসীম শ্রদ্ধা, সালাম ও ভালবাসা। রবিন্দ্রনাথের

গানের সুরে বলতে চাই “পুরানো সে দিনের কথা ভূলবি কিরে হায়, সে যে চোখের দেখা প্রানের কথা সে কি ভূলা যায়”।