Pages

Categories

Search

আজ- শুক্রবার ২৬ এপ্রিল ২০১৯

বিওজেএ কক্সবাজার সদর উপজেলা কমিটি গঠিত; আজাদ মনসুর সভাপতি, সরওয়ার সম্পাদক, মিজান সাংগঠনিক

নভেম্বর ৯, ২০১৩
চট্রগ্রাম
No Comment

cox_pic[1]
মোঃ আলমগীর হোসেন, সোহরাব হোসেন চৌধুরী , কক্সবাজার ঃ
বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন (বিওজেএ) কক্সবাজার সদর উপজেলা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে অনলাইন ভিত্তিক এজাহিকাপ টিভি’র কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার ও দৈনিক আপনকণ্ঠের বার্তা সম্পাদক আজাদ মনসুরকে সভাপতি, কক্সবাজার টাইমস্ এর প্রধান সম্পাদক ও প্রকাশক সরওয়ার আলমকে সাধারণ সম্পাদক ও প্রিমিয়ার নিউজ২৪ ডটকম এর কক্সবাজার জেলা প্রতিনিধি ও দৈনিক হিমছড়ির স্টাফ রিপোর্টার শাহেদ ইমরান মিজানকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনিত করা হয়েছে   এ উপলক্ষে গত ৮ নভেম্ভর সন্ধ্যায় একসভায় হোটেলে জেলা কমিটির সভাপতি সাংবাদিক আনছার হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন (বিওজেএ) এর চট্টগ্রাম বিভাগীয় সভাপতি ওসমান হারুন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বিশ্ব প্রেক্ষাপট বিবেচনা করলে দেখা যায়, যেখানে প্রিন্ট ও ইলেক্ট্রনিক গণমাধ্যমকে টপকিয়ে অনলাইন গণমাধ্যমই এখন রাজত্ব করছে। তাই অনলাইন গণমাধ্যমকর্মীদের সততা, দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান।  কিমিটির অন্যান্য সদস্যরা হলেন- ফুলেশ্বরী কক্স২৪ এর নির্বাহী সম্পাদক দৈনিক বাঁকখালীর স্টাফ রিপোর্টার কাফি আনোয়ার সিনিয়র সহ-সভাপতি, সিআরএস’র প্রতিনিধি মাহবুবুল আলম মুকুল সহ সভাপতি, শ্বাধীন বাংলা ডট কম’র প্রতিনিধি নুরুল ইসলাম লেদু সহ সভাপতি, ফুলেশ্বরী কক্স ২৪ এর ব্যবস্থাপনা সম্পাদক দৈনিক কক্সবাজারবাণীর চীফ রিপোর্টার নুরল আমিন হেলালী যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাখবরের কক্সবাজার প্রতিনিধি মোহাম্মদ তুহিন অর্থ বিষয়ক সম্পাদক, কক্স মিরর ডট কমে’র প্রতিনিধি আরফাতুল মজিদ দপ্তর সম্পাদক, খবর তরঙ্গের প্রতিনিধি শাহনেওয়াজ জিল্লু, প্রচার ও প্রকাশনা ও কক্সবাজার টাইমস্ এর প্রতিনিধি মফিজুল ইসলাম মফি. দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক হিসেবে মনোনিত করা হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন (বিওজেএ) এর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ইসলাম মাহমুদ, অর্থ সম্পাদক রবিউল হাসান, রামু উপজেলা সভাপতি লেখক আবুল মঞ্জুর, সাধারণ সম্পাদক আহমদ ছৈয়দ ফরমান, উখিয়া উপজেলা সাধারণ সম্পাদক শফিউল ইসলাম আজাদ প্রমূখ।