Pages

Categories

Search

আজ- সোমবার ১৯ নভেম্বর ২০১৮

বিএনপির নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে ঝালকাঠিতে দোয়া মোনাজাত

অগাষ্ট ৭, ২০১৬
ঝালকাঠি, রাজনীতি
No Comment

bnp_pic[1]
মোঃআমিনুল ইসলাম, ঝালকাঠি সংবাদদাতাঃ বিএনপির নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে ও সফলতা কামনা করে দোয়া-মোনাজাত করেছেন ঝালকাঠি জেলা বিএনপি। সেই সাথে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সাবেক এমপি ব্যারিস্টার শাহজাহান ওমর বীরউত্তমকে নবগঠিত কমিটিতে ভাইস চেয়ারম্যান মনোনীত করায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়ে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। ঝালকাঠি জেলা বিএনপির উদ্যোগে রোববার সকালে শহরের ফায়ার সার্ভিস মোড়ের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল মন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি, শহর বিএনপির সভাপতি অনাদী দাস, সদর উপজেলা বিএনপি সভাপতি সরদার এনামুল হক এলিন, নলছিটির সাবেক মেয়র মজিবর রহমান, জেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক এনামুল হক সাজু প্রমুখ। আলোচনা সভা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।