বদলগাছী উপজেলা চেয়ারম্যান সাময়িক বরখাস্ত
মোঃ এমদাদুল হক দুলু (বদল), বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছী উপজেলা চেয়ারম্যান মোস্তফা অলি আহমেদ রুমী চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জানা যায় ২০১৩ সালে ১৮ই মার্চ হরতাল সংক্রান্ত বদলগাছী থানার দায়েরকৃত মামলা নং ১৫/৫৭ ও ১৬/৫৮ নং মামলা আদালতে বিচারাধীন রয়েছে। উক্ত মামলায় জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান অভিযুক্ত থাকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ এর সিনিয়ির সহকারী সচিব লুৎফন নাহার স্বাক্ষরিত এক বার্তায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এ সংক্রান্ত একটি চিঠি আজ মঙ্গলবার বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আসার পরে বিষয়টি জানা যায়। এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান মোস্তফা অলি আহমেদ রুমী চৌধুরী এর সংগে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান বিশেষ কোন লোকের তদবীরে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।