Pages

Categories

Search

আজ- শুক্রবার ২৬ এপ্রিল ২০১৯

বদলগাছীতে সাবমারসিবল পাইপ বসাতে ভূগর্ভে কয়লার সন্ধান

সেপ্টেম্বর ১৬, ২০১৭
নওগাঁ, প্রকৃতি, বিদ্যুৎ ও জ্বালানি
No Comment


মোঃ এমদাদুল হক দুলু , বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে মির্জাপুর সরকালী প্রাথমিক বিদ্যালয়ে সাবমারসিবল পাইপ বসাতে কূপ খনন কালে ভূগর্ভে উন্নতমানের কয়লার সন্ধান পাওয়া যায়। বিষয়টি নিয়ে এলাকায় জল্পনা কল্পনা চললেও সাধারন গ্রামবাসীদের মধ্যে ভয়ভীতি বিরাজ করছে। তারা বিষয়টি গোপন রাখার চেষ্টা করছে। তথ্য সংগ্রহ কালে জানা যায় উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তর থেকে মির্জাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবমারসিবল পাইপ বরাদ্দ হয়। ১৬০ ফিট গভীরে পাইপ স্থাপন করতে হবে। সম্প্রতি টিউবয়েল শ্রমিকরা পাইপ বসাতে কুপ খনন করতে লাগলে ৭৫ ফিট খনন করার পর কয়লা বের হতে থাকে। ৭৫ থেকে ৮০ ফিট পর্যন্ত কয়লার স্তর পাওয়া যায়। তারপর আবারও মাটি বালি বের হয়। এ ছাড়া মির্জাপুর রাস্তার পশ্চিম পার্শ্বে হিন্দু মহল্লায় ১ জনের বাড়ীতে টিউবয়েল বসাতে কয়লা বের হয়। তারা বিষয়টি গোপন করে রাখে। যেহেতু মাঝে মধ্যেই পত্র পত্রিকায় খবর আসে বড় পুকুরিয়া কয়লা খনির এলাকায় বাড়ী ঘরে ফাটল বা ডেবে যাওয়ার খবর পাওয়া যায়। জন্যই মানুষের মাঝে ভীতির সঞ্চার। মির্জাপুর সরকারী প্রাথমিক বিদ্যারয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিপুল চন্দ্র জানায় পাইপ বসাতে কুপ খননের সময় তিনি ছিলেন ৭৫ থেকে ৮০ ফিট পর্যন্ত কয়লা কেটে যাওয়া হয়। এ বিষয়ে মির্জাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ জানান পাইপ বসানোর সময় তিনি ছিলেন না তবে শুনেছেন কয়লা বের হয়েছে এবং কিছু কয়লার টুকরো উপরে উঠে আসে যা স্থানীয় লোকজন হাতে হাতে নিয়ে যায়। এ বিষয়ে বালুভরা ইউপি চেয়ারম্যান শেখ আয়েন উদ্দীন জানান প্রায়ই দুমাস পূর্বে সেখানে পাইপ বসানো হয়েছে এবং তিনি শুনেছেন ১০/১২ ফিট কয়লার স্তার রয়েছে। তিনি নমুনা স্বরুপ ১ টুকরো কয়লা ইউনিয়ন পরিষদে রেখে দেন। তিনি আরো জানান পরিষদে সংরক্ষিত কয়লার টুকরো এলাকার কয়েকজন কয়লা ক্রেতা বিক্রেতাকে দেখিয়েছেন। তারা বলেছেন এ কয়লা খুবই উন্নতমানের।