Pages

Categories

Search

আজ- শুক্রবার ১৫ ফেব্রুয়ারি ২০১৯

বদলগাছীতে পিকনিকে মদ খেয়ে 4 জনের মৃত্যু অসুস্থ 5 জন

জানুয়ারি, ২৩, ২০১৬
আইন- আদালত, আজকের প্রধান খবর, নওগাঁ, মাদক
No Comment

Capture

 

এমদাদুল হক দুলু, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে পিকনিকে মদ খেয়ে চাচা ভাতিজা সহ ৪ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ আরো ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে বদলগাছী উপজেলার এনায়েতপুর গ্রামে।
জানা যায়, নুরপুর ও এনায়েতপুর গ্রামের ৯ বন্ধু বিদেশী মেয়াদ উত্তীর্ন মদ সংগ্রহ করে গত বৃহস্পতিবার সন্ধ্যারাতে বদলগাছী এনায়েতপুর হাটে পিকনিকের আয়োজন করে। পিকনিকে বিদেশী মেয়াদ উত্তীর্ন মদ সহ গো মাংশ ও মাংশের ঝোল দিয়ে বুট বুন্দা মুড়ি খায়। যথারীতি রাতে তারা স্বস্ব বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন শুক্রবার সকাল থেকে ক্রমেই অসুস্থ হয়ে পড়ে সকলেই। দুপুরের পর পিকনিকে অংশ গ্রহনকারী ৯ জনকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে এনায়েতপুর গ্রামের আজাহার আলীর পুত্র সুজন (২৭) ও তসলিমের ছেলে সজল (২২) কে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় এবং নুরপুর গ্রামের লকায় মন্ডলের ছেলে আব্দুল মজিদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বাকী ৬ জন বদলগাছীর এনায়েতপুর গ্রামের মৃত কুরানু সরদারের ছেলে ছোলাইমান আলী (৫০), হাসেমের ছেলে উজ্জল (৩৫), পুকরা মন্ডলের ছেলে হোসেন আলী (৩৫), রহমানের ছেলে সুমন (২৬), মোকছেদ আলীর ছেলে মোসলেম উদ্দীন (২৪), হেলালের ছেলে সোহেল (২৭) কে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাত ৮ টার দিকে ছোলায়মান (৫০) ও হোসেন আলী (৩৫) চিকিৎসাধীন অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে মৃত্যু বরন করে এবং সোহেলের ভাতিজা আব্দুল মজিদ রাত ৩ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরন করে। আজ শনিবার দুপুরের পর শহিদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজাহার আলীর পুত্র সুজন (২৭) মৃত্যুবরন করে। বাকী ৫ জন এখনও চিকিৎসাধীন থাকলেও এদের মধ্যে ২ জনের অবস্থা আশংকা জনক বলে খবর পাওয়া গেছে। গ্রামবাসী জানায় ছোলায়মান আলী পিকনিকে রান্না করতে গিয়ে শরীক হয়ে মৃত্যু বরন করে। ঐ গ্রামে এখন শোকের মাতম চলছে। শনিবার সকালে তথ্য সংগ্রহ কালে তাৎক্ষনিক ভাবে বদলগাছী থানার এস আই সিরাজ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরে বদলগাছী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম খান সহ সদর এ এস পি (সার্কেল) কানাই লাল সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন। বন্ধুর বিয়ে খাওয়া হয়নি এ কারনে বন্ধুর কাছ থেকে অর্থ নিয়ে এই নেশার আড্ডা দেওয়া হয়। এতে নিজেরাও দুনিয়া থেকে চলে গেলেন পরিবার পরিজনকেও নিঃস্ব করে গেলেন।