Pages

Categories

Search

আজ- মঙ্গলবার ১৩ নভেম্বর ২০১৮

বদলগাছীতে নদীতে ডুবে শিশুর মৃত্যু

মে ২৫, ২০১৬
অপমৃত্যু, নওগাঁ
No Comment

sink-water-pong-1[1]
মোঃ এমদাদুল হক দুলু , বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে নদীতে ডুবে এক শিশু কন্যার মৃত্যু ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কাষ্টডোব ঘাটে।
জানা যায়, বুধবার বেলা ১.৩০ মিনিটে কাষ্টডোব গ্রামের শফিকুল ইসলামের মেয়ে সাদিয়া (৬) ছোট যমুনা নদীর কাষ্টডোব ঘাটে সাদিয়া তার খেলার সাথীদের সাথে গোসল করতে নামে । এক পর্যায় সাদিয়া পানিতে ডুবে গেলে সে আর জেগে উঠে নি। অনান্য শিশুরা তাৎক্ষনিক ভাবে বিষয়টি স্থানীয় লোকজনকে জানালে নদীতে অনেক খোঁজা-খোঁজি করে তাকে পাওয়া যায় নি। এ ঘটনার কিছু পর আধা কিলোমিটার দূর থেকে সাদিয়ার ভাসমান লাশ উদ্ধার করা হয়। সাদিয়ার মৃত্যু খবর ছরিয়ে পরলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।