বদলগাছীতে জাতীয় সমবায় দিবস পালিত

?
মোঃ এমদাদুল হক দুলু , বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : “উৎপাদন মুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে যথাযথ ভাবে ৪৬ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। বদলগাছী সমবায় দপ্তর ও সমবায়ীদের আয়োজনে সারা দেশের ন্যায় গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালী বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা কৃষি সম্প্রসারণ হল রুমে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম আলী বেগ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বদলগাছী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু খালেদ বুলু, থানা অফিসার ইনচার্জ জালাল উদ্দীন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জবির উদ্দীন এফ.এফ, মথুরাপুর ইউপি চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা আব্দুর রহমান ও সমবায়ী আরডা মাল্টিপারপাস্ এর সভাপতি ডা. নুরুল ইসলাম প্রমূখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা লুৎফর রহমান। আনুষ্ঠানটি সঞ্চালনা করেন বদলগাছী প্রোগ্রেস মাল্টিপারপাস্ এর সভাপতি ও সাংবাদিক আবু সাইদ। উক্ত আলোচনা সভায় সমবায়ীদের দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন এবং সমবায়ের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে সকলের প্রতি আহব্বান জানান উপজেলা নির্বাহী অফিসার মাসুম আলী বেগ।