Pages

Categories

Search

আজ- শুক্রবার ২৪ মে ২০১৯

বগুড়া-৪ আসনের দুই উপজেলায় বিএনপির লিফলেট বিতরণ

জুন ২০, ২০১৮
বগুড়া, রাজনীতি
No Comment


বগুড়া অফিস: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বগুড়া-৪ আসনের কাহালু এবং নন্দীগ্রাম উপজেলায় লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছেন জেলা বিএনপির সহ সভাপতি ও নন্দীগ্রাম উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট রাফী পান্না। সঙ্গে রয়েছে বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সহযোগি সংগঠনের শতশত নেতাকর্মী।
বুধবার (২০ জুন) নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট বাজারে লিফলেট বিতরণকালে সঙ্গে ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওসমান গনি মাসুদ, যুবদলের লিটন, বিএনপি নেতা মোফাজ্জল হোসেন, সেকেন্দার আলী প্রমূখ।