বগুড়ায় বিয়ের ১০মাস হতে না হতেই যৌতুক লোভী স্বামীর মারপিটে প্রাণ হারালো রিমা
আবু ইউসুফ, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীর সোনারায় ইউনিয়নের মুছীখালি গ্রামে বিয়ের মাত্র ১০মাস হতে না হতেই যৌতুক লোভী স্বামী ও শ্বশুর, শ্বাশুড়ীর মারপিটে এক গৃহবধূর প্রাণ হারানোর খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকাল ৯টায় জানা যায়, বগুড়ার গাবতলীর সোনারায় ইউনিয়নের পীরগাছা সাবেকপাড়া গ্রামের অাফতাফ হোসেন এর মেয়ে রিমা অাক্তার (২০) এর সাথে ১০ মাস পূর্বে বিয়ে হয় একই ইউনিয়নের মুছীখালি গ্রামের খোকা মিয়ার পুত্র যৌতুক লোভী স্বামী জুয়েল (২৩) এর সাথে। এলাকাবাসী জানায়, বিয়ের পর থেকেই যৌতুক লোভী স্বামী ও তার পরিবার যৌতুকের দাবিতে রিমার ওপর অমানসিক নির্যাতন চালাত। এনিয়ে কয়েক দফা শালিস বৈঠকও হয়েছিল। এরই ধারাবাহিকতায়
(৩০ জানুয়ারি) সোমবার গত রাতের কোন এক সময় গৃহবধূ রিমাকে স্বামী ও তার পরিবারের লোকজন পিটিয়ে ও স্বাসরুদ্ধ করে হত্যা করে পালিয়ে যায়। গৃহবধূর চোখে ও পায়ে অাঘাতের চিহ্ন রয়েছে।