Pages

Categories

Search

আজ- বৃহস্পতিবার ১৫ নভেম্বর ২০১৮

ফিটনেসবিহীন গাড়িতে কোরবানীর পশু পরিবহন করলে চালক ও মালিকের বিরুদ্ধে ব্যাবস্থা– ওবায়দুল কাদের

অগাষ্ট ২৬, ২০১৫
উন্নয়ন সংবাদ, কালিয়াকৈর, জাতীয়
No Comment

Gazipur-_26_August_2015-Obaidul_Kader_Visits-3
গাজীপুর দর্পণ রিপোর্ট: সড়ক পরিবহন ও সেতু বিভাগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মহাসড়কের পাশের কোরবানীর পশুর হাটগুলোর কারনে যানজটের সৃষ্টি হয়। তাই আসন্ন কোরবানীর ঈদে সারাদেশের মহাসড়কের পাশে কোনো পশুর হাট বসতে দেয়া হবে না। এছাড়াও মহাসড়কে কোনোমতেই ফিটনেসবিহীন যানবাহন চলতে দেওয়া হবে না। ফিটনেসবিহীন যানবাহন সড়কে বেরোলে বা সেগুলোতে কোরবানীর পশু পরিবহন করা হলে চালক ও মালিকসহ দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্ত্রী বুধবার বিকেলে গাজীপুরে কালিয়াকৈরের চন্দ্রায় স¤প্রসারিত চন্দ্রা-টাঙ্গাইল মহাসড়কের কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

এসময় তিনি আশ্বাস দিয়ে আরো বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈরের চন্দ্রার মোড়ে নতুন করে বাইলেন তৈরী করায় এবারের ঈদে এবং পরবর্তীতে এখানে কোনো ধরণের যানজট হবে না।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ সবুজ উদ্দিনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।