প্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধে শহীদ ও আহতদের স্মরণে গাজীপুরে সভা
গাজীপুর দর্পণ রিপোর্ট: মুক্তিকামি মানুষ পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে ১৯৭১ সালের ১৯মার্চ গাজীপুরে শুরু হওয়া প্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধে শহীদ ও আহতদের স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে গাজীপুর মহানগরের চতর এলাকায় ‘১৯ শে মার্চ সাহসী যোদ্ধা সমন্বয় পরিষদ’ এই স্মরণ সভার আয়োজন করে।
৩১ মার্চ শনিবার সকালে ‘১৯শে মার্চ সাহসী যোদ্ধা সমন্বয় পরিষদ’ এর সভাপতি ওয়ালিউল্লা হাওলাদারের সভাপতিত্বে সর্বপ্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধে শহীদ ও আহতদের স্মরণে আলোচনায় অংশ নেন পরিষদের সহ সভাপতি সিদ্দিকুর রহমান সরকার, আসাদুজ্জামান তরুণ, সাধারন সম্পাদক শরিফ মোখলেছ, যুগ্ম সম্পাদক সিরাজ উদ্দিন ভূইঁয়া ও কোষাধ্যক্ষ মোছলেহ উদ্দিন প্রমূখ।
স্মরণ সভায় অংশ নেয়া বক্তারা সশস্ত্র প্রতিরোধ যুদ্ধে শহীদদের স্মরণ ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী জানান। পরে শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।