Pages

Categories

Search

আজ- শনিবার ২০ এপ্রিল ২০১৯

পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মহিলা সহ নিহত ২ আহত ২৫

মে ২৩, ২০১৮
অপমৃত্যু, দূর্ঘটনা, রংপুর
No Comment


বখতিয়ার রহমান, পীরগঞ্জ (রংপুর) : রংপুরের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মহিলা সহ ২ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে । এ দুর্ঘটনা ঘটে ২৩ মে বুধবার বিকালে রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জ উপজেলার মাদার হাট নামক স্থানে ।
বড়দরগাহ হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়,ঢাকা থেকে রংপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা দিবা কোচ এবি পরিবহন নং- ঢাকা মেট্রো- ব- ১৪-০১৪২ উপজেলার মাদারপুর উত্তরপাড়া নামকস্থানে পৌছুলে বর্ণিত সময়ে চালক নিয়ন্ত্রন হারায়। ফলে কোচটি একটি গাছে ধাক্কা লেগে সড়কের পাশে গভীর খাদে পানিতে পড়ে যায় ও কোচটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত ১ মহিলা সহ ২ জন নিহত হয় । সে সঙ্গে প্রায় ২৫ জন কোচ যাত্রী আহত হয় ।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কমল কুমার ঘোষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পীরগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিটের কর্মিরা আহতদের উদ্ধার করে । পরে আহতদের রংপুর মেডিকেল কলেজ ও পীরগঞ্জ ঊপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ।