Pages

Categories

Search

আজ- শনিবার ১৭ নভেম্বর ২০১৮

পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত-৩ এক জনের হাত বিচ্ছিন্ন

নভেম্বর ১, ২০১৮
দূর্ঘটনা, রংপুর
No Comment


বখতিয়ার রহমান,পীরগঞ্জ( রংপুর): রংপুর-বগুড়া মহাসড়কের রংপুরের পীরগঞ্জ উপজেলার বিশ মাইল বাস স্ট্যান্ডের অনতিদুরে বাস ও মিনি কার্গোর মুখোমখী সংঘর্ষে ৩ জন আহত হয়েছে । এ দুর্ঘটনা ঘটে বৃহস্পতিবার দুপুরে ।
বড়দরগাহ হাইওয়ে পুলিশ জানায়, রংপুর গামী একটা বাসের সঙ্গে বগুড়া গামী একটা মিনি কার্গোর( ঢাকা মেট্রো-ন-১৩-৯০৫০) বর্ণিত স্থানে মুখোমুখী সংঘর্ষ হয় । এত কার্গোটির সামনের অংশ দুমড়ে মুচরে গেলে কার্গোর চালক সহ ৩ জন গুরুতর আহত হয় । পীরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মিরা ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে । এদিকে আহতদের উদ্ধারকালে কার্গোটিতে অবস্থানরত জনৈক ব্যাক্তির একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয় ।
বড়দরগাহ হাইওয়ে পুলিশের ইনচার্জ মোয়াজ্জেম হোসেন জানান, বিচ্ছিন্ন হাতটি তাদের হেফাজতে রয়েছে ।