Pages

Categories

Search

আজ- শুক্রবার ১৯ এপ্রিল ২০১৯

পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত মহিলা নিহত আহত-৩০

নভেম্বর ২২, ২০১৭
অপমৃত্যু, দূর্ঘটনা, রংপুর, সড়ক
No Comment

বখতিয়ার রহমান, পীরগঞ্জ (রংপুর) : রংপুর – বগুড়া মহাসড়কের পীরগঞ্জের বড়দরগাহ হাইওয়ে পুলিশ ফাঁড়ী সংলগ্ন স্থানে এক সড়ক দুর্ঘটনায় ১ মহিলা নিহত ও প্রায় ৩০ যাত্রী আহত হয়েছে । এ দুর্ঘটনা ঘটে বুধবার বিকাল ৩ টায় ।
বড়দরগাহ হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় , বগুড়া থেকে যাত্রীবাহী বাস শাহানা পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৪-৩৮৪৯ রংপুর অভিমুখে যাচ্ছিল । বর্ণিত সময় ও স্থানে বাসটির চালক নিয়ন্ত্র হারিয়ে ফেললে বাসটি স্থানীয় বড়দরগাহ ফিলিং ষ্টেশনে ঢুকে পড়ে এবং খুটির সঙ্গে ধাক্কা লাগলে বাসটি উল্টে যায় । এতে বাসের অভ্যন্তরে থাকা যাত্রীদেও মধ্যে প্রায় ৩০ যাত্রী গুরুতর আহত হয় । পীরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মিরা ও হাইওয়ে পুলিশ দ্রত আহতদেও উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, মিঠাপুকুর ও পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করেন । আহতরা সেখানে চিকিৎসাধিন রয়েছে । এদিকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে অজ্ঞাত এক মহিলা মারা যায় ।
বড়দরগ্হা হাইওয়ে পুলিশের ইনচার্জ হাফিজুর রহমান জানান, নিহত মহিলার এখনও পরিচয় মিলেনি এবং মরদেহটি তাদের হেফাজতে রয়েছে ।