Pages

Categories

Search

আজ- সোমবার ১৮ ফেব্রুয়ারি ২০১৯

পীরগঞ্জে সরঃ প্রাথঃ বিদ্যালয়ে শ্রেণীকক্ষ অপ্রতুল

নভেম্বর ৭, ২০১৭
রংপুর
No Comment


বখতিয়ার রহমান, পীরগঞ্জ ( রংপুর ) : কেমন চলছে পীরগঞ্জের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা । এ প্রশ্ন সুশীল সমাজ সহ বিভিন্ন মহলের । আর এ প্রশ্নের বাস্তবতা জানতে ৭ নভেম্বর মঙ্গলবার/২০১৭ গিয়েছিলাম রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার শানেরহাট ইউনিয়নের “ শানেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে” । যখন বিদ্যালয়ে পৌঁছি তখন ঘড়িতে সময় দুপুর ১২ টা বেজে ৩০ মিনিট । ছাত্রছাত্রীরা সকলে শ্রেণী কক্ষে । অফিস কক্ষের দরজায় গিয়ে লক্ষ্য করলাম ৫ জন শিক্ষক শিক্ষিকা অফিসে বসে প্রশ্ন তৈরীর কাজ করছেন । আমি পরিচয় দিতেই শিক্ষকেরা বসতে বললেন । প্রধান শিক্ষিকার টেবিলের সামনে বসে একটু সময় দেয়ার আহবান জানাই । তিনি তাতে সম্মতি দেন । প্রধান শিক্ষিকা শিউলি পাল এর সঙ্গে কথা বলার সময় অপর শিক্ষিকা সালেকা খাতুর, আহসানারা বেগম, শিক্ষক বেলায়েত হোসেন ও আকবর আলীও উপস্থিত ছিলেন । তাদের সঙ্গে কথা বলে জানতে পারলাম বিদ্যালয়টিতে শিক্ষকের পদ সংখ্যা ৯ । এক জন শিক্ষক ডিপুডেশনে থাকায় বর্তমানে শিক্ষক ৮ জন । যাদের মধ্যে ৫ জন অফিসে এবং ৩ জন সে সময় ক্লাসে । বিদ্যালয়ের ছাত্রছাত্রীর ব্যাপারে তাদের সঙ্গে কথা বলে জানতে পারলাম বিদ্যালয়টিতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা ২১৭ জন এবং এদিন ৩১ জন ছাত্রছাত্রী অনুপস্থিত ছিল । এর মধ্যে শিশু শ্রেণীর ২৩ জনের মধ্যে ৫ জন, ১ম শ্রেণীর৩৮ জনের মধ্যে ৩ জন , ২য় শ্রেণীতে ৫৪ জনের মধ্যে ৫ জন, ৩য় শ্রেণীতে ৪২ জনের মধ্যে ৫ জন এবং ৪র্থ শ্রেণতে ২৭ জনের মধ্যে ৯ জন এবং ৫ম শ্রেীর ৩৩ জনের মধ্যে ৪ জন ছাত্রছাত্রী অনুপস্থিত রয়েছেন ।
বিদ্যালয়টিতে পাঠদ্বানের ব্যাপারে কোন সমস্যা আছে কিনা ? এ ব্যাপারে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যালয়টিতে শ্রেণী কক্ষের সংখ্যা অপ্রতুল । আর যে কারনে পাঠদানের ক্ষেত্রে কিছুটা সমস্যা হচ্চে । আমি বিদ্যালয়টিতে ৩০ মিনিট অবস্থানের পর পেশাগত দায়িত্বে অন্যত্র রওয়ানা দেই । তবে যাবার পুর্ব মুহুর্তে এক শিক্ষকের উপস্থিতিতে বিদ্যালয়টি ক্যামেরা বন্দি করি ।