পীরগঞ্জে প্রাথমিক ও ইবতেদায়ী পরীক্ষার ১ম দিন অনুপস্থিত– ৬ শত ১৩
বখতিয়ার রহমান, পীরগঞ্জ ( রংপুর): শান্তিপুর্ণ পরিবেশে মধ্যে দিয়ে রোববার পীরগঞ্জের ১৫ টি কেন্দ্রে প্রাথমিক ও ইবতেদায়ীর সমাপনী পরীক্ষা সম্পন্ন হয়েছে । রোববারের ১ম দিনের এ পরীক্ষায় প্রাথমিক সমাপনীর ৭ হাজার ৬শ” ২৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ শ’ ৮ জন এবং ইবতেদায়ীর ১ হাজার ৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১শ” ৮৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল । পীরগেঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, উপজেলার ১৫ টি ইউনিয়নের প্রতিটিতে ১টি করে ১৫ টি কেন্দ্রে এক যোগে এ পরীক্ষা শুরু হয় ।
এদিকে ১ম দিনের এ পরীক্ষায় বড়দরগাহ ইউনিয়নের গুর্জিপাড়া পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে ,উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম কেন্দ্রটির তদারকি কর্মকর্তা, রওশনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাহিদুর রহমান হল সুপার, বিদ্যালয়টির প্রধান শিক্ষক বিজয় কুমার কেন্দ্র সচীব ও উপজেলা সহকারী স্বাস্থ্য পরিদর্শক আজাদুল ইসলাম জরুরী প্রয়োজনে স্বাস্থ্য সেবক হিসেবে দায়িত্ব পালন করছেন । আর এ কেন্দ্রের সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করছেন ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের এ, এস আই হরিদাস চন্দ্র সহ একাধিক পুলিশ ও গ্রাম পুলিশ সদস্য । পরীক্ষার পরিবেশও ছিল শান্তিপুর্ণ । এ কেন্দ্রে প্রাথমিক ৫৩০ জন পরীক্ষার্থীর মধ্যে ৩০ জন ও ইবতেদায়ী ৪১ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ জন অনুপস্থিত ছিল ।