Pages

Categories

Search

আজ- শনিবার ২০ এপ্রিল ২০১৯

পীরগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত

নভেম্বর ৪, ২০১৭
রংপুর
No Comment


বখতিয়ার রহমান, পীরগঞ্জ(রংপুর): “উৎপাদন মুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রংপুরের পীরগঞ্জে শনিবার ৪৬তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে । উপজেলা সমবায় কার্যালয় এ উদ্যেগে এ উপলক্ষে উপজেলা অডিটোরিয়াম হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কমল কুমার ঘোষ এ সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীরগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগের সম্পাদক তাজিমুল ইসলাম শামীম । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আ’লীগের সহ-সভাপতি মোনায়েম সরকার মানু ,উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজুর রহমান রাঙ্গা , জেলা আ’লীগ নেতা শাহিদুল ইসলাম পিন্টু ও সমবায় অফিসার মাহফুজা বেগম প্রমুখ। এর আগে এক বর্নাঢ্য র‌্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। শেষে শ্রেষ্ঠ ১০ সমবায়ীর মাঝে ক্রেষ্ট বিতরন করা হয়। সভায় পীরগঞ্জের ১৮৭ টি সমবায় সমিতির প্রায় ৩ শতাধিক সমবায়ী উপস্থিত ছিলেন ।