Pages

Categories

Search

আজ- বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০১৯

পীরগঞ্জে ওয়াল্ড ভিশনের সাড়ে ৪ হাজার গাছের চারা বিতরন

জুলাই ২৩, ২০১৭
এনজিও, রংপুর
No Comment


বখতিয়ার রহমান, পীরগঞ্জ (রংপুর): পীরগঞ্জ ওয়াল্ড ভিশনের উদ্যেগে সাড়ে ৪ হাজার গাছের চারা বিতরন করা হয়েছে । রোববার পীরগঞ্জের পৃথক ৩টি স্থান থেকে এসব গাছের চারা বিতরন করা হয় ।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, উপজেলার পীরগঞ্জ সদর, বড়আলমপুর ইউনিয়নের পাট গ্রাম ও চতরা ইউনিয়ন পরিষদ থেকে পৃথক ৩টি অনুষ্ঠানের মধ্যে দিয়ে শিশু পরিবারের মাঝে এ গাছের চারা বিতরন করা হয় । এসব অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা সমীর চন্দ্র, সহকারী কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী, পীরগঞ্জ ওয়াল্ড ভিশন এডিপি’র ম্যানেজার ফ্রান্সিস পি নাথ, প্রজেক্ট অফিসার (কৃষি) ফারুক হোসেন, প্রগ্রাম অফিসার সাধন দাস, আলবিনুস সরেন, ফাইন্যান্স অফিসার মিঠু বাড়েই, মনিটর অফিসার হেমন্ত রায়, এএসপিও শুকলা অধিকারী ও চাইল্ড প্রোগ্রাম অফিসার বিগার্ড বর্মন সহ গণ্যমান্য ব্যক্তি, শিশু ও শিশুদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন ।
উক্ত অনুষ্ঠানে ৫ শ’৫০ টি শিশু পরিবারের প্রত্যেককে বিনা মুল্যে ৩টি আম,২টি লিচু সহ বিভিন্ন জাতের ৮টি করে উল্লেখিত গাছের চারা প্রদান করা হয় ।