Pages

Categories

Search

আজ- বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০১৯

পীরগঞ্জের সরঃ প্রাথঃ বিদ্যালয়ে শিক্ষক সংকট ও কর্তৃপক্ষের তদারকির অভাব


বখতিয়ার রহমান, পীরগঞ্জ ( রংপুর) : দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে বিভিন্ন মহলে নানা প্রশ্ন । অনেকে মনে করেন দেশে শিক্ষার মান যথেষ্ট উন্নতি হয়েছে । আবার অনেকে মনে করেন, পাবলিক পরীক্ষা গুলো যে ভাবে চলছে, তাতে পাশের হার বাড়লেও ছাত্র,ছাত্রীদের মাঝে প্রত্যাশিত মেধার বিকাশ ঘটছে না । এমনি জল্পনা কল্পনার মাঝেও কেমন চলছে পীরগঞ্জের সরকারী প্রাথমিক বিদ্যালয় গুলো ?
পেশাগত দায়িত্বে এর বাস্তবতা জানতে ১৩ নভেম্বর সোমবার /২০১৭ গিয়েছিলাম রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ ইউনিয়নের “ মকিমপুর ১ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে” । যখন বিদ্যালয়ে পৌঁছি তখন ঘড়িতে সময় বিকাল ১২ টা বেজে মিনিট ৩৫ মিনিট । বিদ্যালয়ে পৌঁছিই লক্ষ্য করলাম ছাত্রছাত্রীরা মাঠে খেলছে । অফিসের দরজায় গিয়ে লক্ষ্য করলাম ৪ শিক্ষিকা অফিসে বসে আছেন । তাদেক সালাম জানালাম । অফিসে বসতে বললেন । সেখানে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে জানতে পারলাম, বিদ্যালয়টিতে শিক্ষকের পদ সংখ্যা ৭ । এর মধ্যে ১ টি পদ শুন্য রয়েছে । শিক্ষিকা মাহফুজা ইয়াছমিন মাতৃকালিন ছুটিতে, শিক্ষিকা শাহানা খাতুন ডিপি এড করছেন । আজকে প্রধান শিক্ষিকা বিলকিছ চৌধুরী, সহকারী শিক্ষিকা রোখসানা খাতুন, শিল্পিয়ারা খাতুন ও সেলিনা খাতুন এ ৪ জন বিদ্যালয়ে উপস্থিত রয়েছেন । আমি যখন প্রধান শিক্ষিকার সঙ্গে আলাপ করছিলাম তখন ৩ শিক্ষিকা ক্লাসে চলে গেলেন ।
বিদ্যালয়টির ছাত্রছাত্রীর ব্যাপারে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে জানতে পারলাম, বিদ্যালয়টিতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা ১৬৫ জন জন । এর মধ্যে এ দিন ৩ শ্রেণীতে ১০ জন অনুপস্থিত ছিল । এর মধ্যে শিশু শ্রেণীর ১২ জনের মধ্যে ২ জন, ১ম শ্রেণীর ২৫ জনের মধ্যে ২ জন ও ২য় শ্রেণীতে ২৬ জনের মধ্যে ৫ জন অনুপস্থিত ছিল । অপর দিকে আমি যখন বিদ্যালয়ে তখনও অপর ৩ শ্রেণীতে ছাত্রছাত্রীদের উপস্থিতি নিশ্চিত হয়নি । তাই পুর্ব দিন ১২ নভেম্বর ৩য় শ্রেণীতে ২৮ জনের মধ্যে ১৪ জন, ৪র্থ শ্রেণতে ৩৬ জনের মধ্যে ১৬ জন এবং ৫ম শ্রেণীর ৩৮ জনের মধ্যে ৮ জন ছাত্রছাত্রী অনুপস্থিত ছিল ।
বিদ্যালয়টিতে ৪৮ জন ছাত্রছাত্রীর অনুপস্থিতির ব্যাপারে জানতে চাইলে প্রধান শিক্ষকা তার প্রতিক্রিয়ায় বলেন, ক’দিন থেকে অনুপস্থিতির হার একটু বেশী হচ্ছে । ছাত্রছাত্রীদের ইউনিফর্ম পোশাক না থাকার ব্যাপারে প্রধান শিক্ষকা জানান, অনেকের ইউনিফর্ম ড্রেস আছে কিন্তু আজকে পড়ে আসেনি । এক প্রশ্রের জবাবে প্রধান শিক্ষকা জানান, সর্বশেষ ১১ সেপ্টেম্বর/১৭ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সেরাজুল ইসলাম স্যার বিদ্যালয়টি পরিদর্শনে এসছিলেন । এর পর আর কেউআসেননি ।
বিদ্যালয়টিতে পাঠদ্বানের ব্যাপারে কোন সমস্যা আছে কিনা ? এ ব্যাপারে প্রধান শিক্ষিকার সঙ্গে আলাপ করে জানা গেছে, শিক্ষক সংকটই বড় সমস্যা । এ সমস্যার কথা উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েও ফল হয়নি । এ ছাড়া আর তেমন কোন সমস্যা নেই । আর তেমন কোন আলোচনা না প্রধান শিক্ষককে ধন্যবাদ ও সালাম জানিয়ে বিকাল ১ টায় বিদ্যালয় ত্যাগ করেছিলাম ।