পাঁচবিবি উপজেলার সহকারী কমিশনারের সীল স্বাক্ষর জালকারী গ্রেফতার
আহসান হাবিব, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা :
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) এর সীল স্বাক্ষর জাল করে ভুয়া ডিসিআর, খারিজ তৈরিকারী মোস্তফা আজিজ কে জয়পুরহাট র্যাব-৫ সীল স্বাক্ষর ও কাগজপত্র সহ জয়পুরহাট মধুমিতা হোটেল থেকে গ্রেফতার করে। মোস্তফা আজিজ জয়পুরহাট সদরের দলিল খেলক। পাঁচবিবি বালিঘাটা ইউনিয়ন ভূমি সহকারী মোস্তাফিজুর রহমান বাদী হয়ে আজ বৃহস্পতিবার বিকেলে থানায় মামলা দায়ের করেন। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কিরণ কুমার জানান, আসামীকে শুক্রবার জেল হাজতে পাঠানো হবে।
জানা গেছে, পাঁচবিবি আটুল মৌজায় ২১২/৬০০ খতিয়ানে ২৩/৯১৭ দাগে ২৪ একর জমি ও ২২৬/৯২০ দাগে ৯ একর সম্পত্তি ২০১৫ সালের ১৭ ডিসেম্বর স্বাক্ষরিত ৬২০ (১ঢ-১) ১৫-১৬ নম্বর জমা খারিজ কেসের একটি ভুয়া খারিজ খতিয়ান তৈরী করে। ২০১৬ সালের ১৩ জানুয়ারী তারিখে ৬২০ (১ঢ-১) ১৫-১৬ জমা খারিজ কেসের ৯৭২৬/৬ নম্বরের একটি ফটোকপি সহ দলিল লেখক মোস্তফা আজিজ কে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় মোস্তফা আজিজ মধুমিতা হোটেলে বসে জমি বিক্রি বিষয়ে উপজেলার কৃষ্ণপুর গ্রামের সেলিম উদ্দিনের ছেলে মাসুদ রানার সাথে আলাপ আলোচনা করছিল। পাঁচবিবি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হাসান বলেন, গ্রেফতার কৃত ব্যক্তি সীল স্বাক্ষর জালের কথা স্বীকার করেন। সে জাল কাগজপত্র তৈরি সিন্ডিকেটের সক্রিয় সদস্য।