Pages

Categories

Search

আজ- মঙ্গলবার ১৯ ফেব্রুয়ারি ২০১৯

পাঁচবিবিতে হুন্ডি ব্যবসায়ীসহ গ্রেফতার ১৩

অক্টোবর ২১, ২০১৬
অপরাধ, আইন- আদালত, জয়পুরহাট
No Comment

21-10-2016
আহসান হাবিব, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা : জয়পুরহাটের পাঁচবিবিতে হুন্ডি ব্যবসায়ী, জুয়ারী, মাদক সেবী ও ওয়ারেন্টমূলে ১৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পাঁচবিবি থানার ওসি মোঃ আশরাফুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় গতকাল বৃহস্পতিবার পাঁচবিবি-হিলি সড়কের চাম্পাতলী ব্রিজের উপরে হুন্ডি ব্যবসায়ী উপজেলার ভূইডোবা গ্রামের মমিন ও মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়। বডি ফিটিং অবস্থায় তাদের কাছ থেকে হুন্ডির ৭ লাখ ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়। এছাড়া জুয়া খেলার অপরাধে পানিয়াল গ্রামের মাছুম মন্ডল, মাকুল গ্রামের খোরশেদ ও একই গ্রামের আমিরুল, ছানাউল, জাহিরুল, শহিদুল এবং রেজওয়ানকে গ্রেফতার করা হয়। একই রাতে ইয়াবা সেবনের অপরাধে মাকুল গ্রামের মস্তোফা, পানিয়াল গ্রামের রেজাউল ও একই গ্রামের ছাইদুলকে এবং ওয়ারেন্ট মূলে সন্তাদিগর গ্রামের তরিকুলকে গ্রেফতার করা হয়েছে।