Pages

Categories

Search

আজ- শুক্রবার ২৬ এপ্রিল ২০১৯

পাঁচবিবিতে লাশ উদ্ধার

জুলাই ১৫, ২০১৬
অপরাধ, আইন- আদালত, জয়পুরহাট, লাশ
No Comment

15-07-2016[1]
আহসান হাবিব, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা:
আজ শুক্রবার সকালে জয়পুরহাটের পাঁচবিবিতে মনোয়ার হোসেন বাবু (৩৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মনোয়ার জয়পুহাট সদর উপজেলার নওপাড়া ইখুয়া গ্রামের আজাহার আলীর ছেলে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ২‘জনকে গ্রেফতার করেছে।
পাঁচবিবি থানার এস,আই, রেজাউল ইসলাম জানান, বৃহস্পতিবার মনোয়ার হোসেন লাবনী নামের (২২) এক মেয়েকে নিয়ে উপজেলার খাঙ্গইর হাটখোলা গ্রামের আতিকুরের বাড়িতে ওঠে। লাবনী জানায় ২/৩ মাস পূর্বে মনোয়ারের সাথে তার বিয়ে হয়। রাতে মনোয়ার ও লাবনী একসাথে ঘুমাতে যায়। রাত আড়াইটার দিকে লাবনী প্রকৃতির ডাকে সারা দিতে ওঠে। এ সময় লাবনী মেঝেতে মনোয়ারের মরদেহ পড়ে থাকতে দেখে বাড়িওয়ালাকে ডাক দেয়। খবর পেয়ে আজ শুৃক্রবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। জিজ্ঞাসা বাদের জন্য বাড়ি ওয়ালা আতিকুরসহ লাবনীকে থানায় নিয়ে আসা হয়।