Pages

Categories

Search

আজ- সোমবার ২৭ মে ২০১৯

পাঁচবিবিতে মোবাইল বিস্ফোরণে দুই শিক্ষক আহত

মে ৮, ২০১৮
জয়পুরহাট, দূর্ঘটনা
No Comment

আহসান হাবিব, পাঁচবিবি(জয়পুরহাট)সংবাদদাতা: জয়পুরহাটের পাঁচবিবিতে স্যামসাং জে-৭ মডেলের একটি মোবাইল ফোন বিস্ফোরণে আব্দুল আলীম ও আরমান আলী নামে নিকড় দীঘি উচ্চবিদ্যালয়ের দুই শিক্ষক আহত হয়েছে।আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে বিদ্যালয়ের শিক্ষক কমন রুমে দুর্ঘটনাটি ঘটে।
সহকারী শিক্ষক হরেন দাস জানান,শিক্ষক আব্দুল আলীমের প্যান্টের পকেটে রক্ষিত মোবাইল ফোনটি হঠাৎ বিকট শব্দ করে ও ধোঁয়ার সৃষ্টি হয়।এতে তার প্যান্ট ও বাম পায়ের হাঁটুর উপরের অংশ পুড়ে যায়। এসময় ওই শিক্ষক মোবাইল বের করতে গেলে হাতের ৪/৫ টি আঙ্গুলও পুড়ে যায়। তাকে সাহায্য করতে গিয়ে অপর শিক্ষক আরমান আলীর হাতের ২ টি আঙ্গুল পুড়ে যায়।এ ঘটনায় সবার মাঝে আতঙ্কের সৃষ্টি হয়।