Pages

Categories

Search

আজ- রবিবার ১৭ ফেব্রুয়ারি ২০১৯

পাঁচবিবিতে মৃত্যুর ঝুঁকি নিয়ে গাছ তলায় বসবাস

জুলাই ৯, ২০১৭
জয়পুরহাট
No Comment


আহসান হাবিব, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা : জয়পুরহাটের পাঁচবিবিতে রেলবস্তির অর্ধমৃত রেইন্ট্রি গাছের তলায় মৃত্যুর ঝুঁকি নিয়ে বসবাস করছে ১০ ঘরের বাসিন্দা। গাছ পড়ে প্রাণহানীর আশস্কা জেনেও মাথা গোঁজার ঠাঁই না থাকায় সেখানেই বসবাস করছে হতদরিদ্র মানুষেরা। যে কোন সময় বড় ধরণের দুর্ঘটনায় বস্তিবাসীর মাঝে বয়ে যেতে পারে কান্নার রোল কিংবা শোকের মাতম। বিভিন্ন জায়গায় ধরনা দিয়েও ঝুঁকিপূর্ণ গাছটি অপসারণ করা হয়নি। সরেজমিন পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের ১ নং রেলগেটের এক’শ গজ উত্তরে রেইন্ট্রি গাছটিতে দেখা গেছে ভিতরের অংশ পচে ফাঁপার সৃষ্টি হয়েছে।গাছে অনেক আগে থেকেই মড়ক ধরেছে। কোন মতে দাঁড়িয়ে আছে। ঝড় বৃষ্টিতে যে কোন সময় ভেঙ্গে পড়ে প্রাণহানী ঘটতে পারে। রেলবস্তির শিরিন, বিলকিস, আমেনা ও মুর্শিদা জানান, তারা রেলের কাছ থেকে জায়গা লিজ নিয়ে বসবাস করছেন। আকাশে কালে মেঘ ও বাতাস দেখা দিলে আতঙ্কে ঘর ছেড়ে পরিবার পরিজন নিয়ে স্টেশনে আশ্রয় নেন। কোন কোন রাতে একাধিকবার ঘর ছেড়ে ছোট বাচ্চাদের নিয়ে দৌঁড় দিতে হয় ও নির্ঘুম রাত কাটে। সাংবাদিকদের তারা আক্ষেপ করে বলেন, গরীব বলে তাদের জীবনের কোন দাম নেই তাই এই সমস্যা সমাধানে কেউ এগিয়ে আসে না।
পাঁচবিবি রেল স্টেশন মাষ্টার আব্দুল হামিদকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে, তিনি বলেন আমাদের করনিয় কিছু নেই। এটি আইডবিøউ হিলির এখতিয়ার ভুক্ত।