Pages

Categories

Search

আজ- বৃহস্পতিবার ১৭ জানুয়ারি, ২০১৯

পাঁচবিবিতে মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী গ্রেফতার

11-06-2016[1]
আহসান হাবিব, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা:
জয়পুরহাটের পাঁচবিবিতে শিশু হত্যা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী হামিদুর রহমান কে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার কুসুম্বা ইউনিয়নের মঠপাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে। আজ শনিবার বিকাল সাড়ে ৩ টায় তার শ্বশুর ছানোয়ারের বাড়ি মহিপুর থেকে এস আই আমিনুর রহমান গ্রেফতার করেন।
পাঁচবিবি থানার ওসি আশরাফুল ইসলাম জানান, রংপুর জেলার বদরগঞ্জ উপজেলায় শিশু হত্যার আসামী ছিলেন হামিদুর। ২০০৩ সালের ২৪ অক্টোবর তার বিরুদ্ধে ৩০২ ধারায় হত্যা মামলা হয় (মামলা নং-২৪)। ওই মামলায় গত ১২ এপ্রিল আদালতে আসামীর মৃত্যুদন্ড রায় হয়। হামিদুর দীর্ঘদিন পলাতক ছিল।