Pages

Categories

Search

আজ- শুক্রবার ১৬ নভেম্বর ২০১৮

পাঁচবিবিতে বিএনপির বিক্ষোভ মিছিল 

ফেব্রুয়ারি ৯, ২০১৮
জয়পুরহাট
No Comment

আহসান হাবিব, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা : কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে আজ শুক্রবার জয়পুরহাটের পাঁচবিবিতে বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিকালে দলীয় কার্যালয় থেকে বের হয়ে মিছিলটি প্রধান সড়কে যেতে চাইলে পুলিশি বাধার মুখে পড়ে। এসময় বক্তব্য দেন থানা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম ডালিম, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিক, উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইট, মহিলা ভাইস চেয়ারম্যান দৌলতুন নাহার দোলন, বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হক, পৌর বিএনপির সাবেক সহসভাপতি দেওয়ান মোহাম্মদ শাহাদৎ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আহসান হাবিব, বালিঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবহান, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদার রহমান, থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রেজাউল ইসলাম,পৌর যুবদল সভাপতি ইকবাল হোসেন, যুগ্ম সম্পাদক রিপন আকন্দ প্রমুখ। বক্তৃতা চলাকালে সহিরন বেওয়া নামে এক বৃদ্ধা ব্যানারে খালেদা জিয়ার ছবিতে বার বার চুমু খান এবং কেঁদে ফেলেন।