পাঁচবিবিতে উচাই জেরকা উচ্চবিদ্যালয়ে নিয়োগ বিধি লঙ্ঘন ও দুর্নীতির অভিযোগ
আহসান হাবিব, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা : জয়পুরহাটের পাঁচবিবিতে উচাই জেরকা এসসি উচ্চবিদ্যালয়ে নিয়োগ বিধি লঙ্ঘন করে অর্থ লেনদেনের মাধ্যমে দুর্নীতির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেন ম্যানেজিং কমিটির সদস্য বিশ্বনাথ সিং। অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৭ ডিসেম্বর ওই প্রতিষ্ঠানে ১ জন এম,এল,এস,এস শূন্য পদে লোক নিয়োগের দরখাস্ত আহবান করা হয়। পাঁচশত টাকা ব্যাংক ড্রাফটসহ ছয়জন আবেদন করে। অনৈতিক স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে নিয়োগ বোর্ড গঠন না করে কালক্ষেপন করা হয়। ৬ মাস পর পুনরায় দরখাস্ত আহবান করা হলে কেউ আবেদন করে নাই। সর্বশেষ ২০১৮ সালের ২৪ মে পুনরায় দরখাস্ত আহবান করা হলে দুই জন প্রার্থী আবেদন করে। গত ২৪ মে আটজন প্রার্থীর আবেদন পত্র যাচাই বাছাই করা হয়। এরমধ্যে গোপনে দুই প্রার্থীর কাছ থেকে মোটা অংকের অর্থ গ্রহণ করায় কমিটির মধ্যে দ্ব›দ্ব সৃষ্টি হয়। যে কোন সময় তাহা প্রকাশ্যরুপ ধারণ করতে পারে ও বিদ্যালয়ে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। বিদ্যালয়ের শান্তি শৃঙ্খলা বিনষ্টসহ শিক্ষার পরিবেশ বিঘিœত হওয়ার আশঙ্কা করছে স্থানীয়রা। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য বিশ্বনাথ সিং বলেন, দুই প্রার্থীর কাছ থেকে গোপনে ২৩ লাখ টাকা নেওয়া হয়েছে। তিনি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।