Pages

Categories

Search

আজ- বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০১৯

পাঁচবিবিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

16-05-2016[1]
আহসান হাবিব, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা :
আজ সোমবার জয়পুরহাটের পাঁচবিবিতে কিন্ডার মিশন ওয়ার্ক জার্মানির অর্থায়নে আমরা দেশের শক্তি (আদেশ) সংস্থার আয়োজনে পাথর ঘাটায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। পাথরঘাটা ক্যাথলিক মিশনের ফাদার রবি গোমেজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সেন্ট কল্স জুনিয়র হাইস্কুলের প্রধান শিক্ষিকা সিস্টার জ্যোতি সরকার, সিস্টার জোসনা মন্ডল, আদেশ সংস্থার নির্বাহী পরিচালক আবু বক্কর দেওয়ান, কো-অর্ডিনেটর কর্ণেবাস্কে, পৌর প্রেসক্লাবের সভাপতি প্রভাষক আহসান হাবিব, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম দুলাল, ক্যারল দলনেত্রী এ্যামিলি, অভিভাবক মুক্ষি মনি প্রমুখ। অনুষ্ঠানে জার্মান অর্থায়নে পরিচালিত আদিবাসী নৃ-গোষ্টির ১০ টি স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাকরা উপস্থিত ছিলেন।