Pages

Categories

Search

আজ- শুক্রবার ১৬ নভেম্বর ২০১৮

পলাশে এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা

newsssssss[1]

নূরে-আলম রনী, নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশ উপজেলার সামাজিক সংগঠন ফাস্ট আর্ম ট্রাস্ট ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের এক সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার পূবালী জুট মিল উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াশালের পৌর মেয়র আলহাজ্ব মোঃ শরীফুল হক শরীফ, ডাঙ্গা ইউপি চেয়ারম্যান সাবেরুল হাই খান। পূবালী জুট মিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাউসার ভূইয়া, সংগঠনের সভাপতি রাশিবুল ইসলাম আবির, সাধারণ সম্পাদক সৌরভ নন্দী। উপজেলার ৫টি স্কুলের ৬৬ জন কৃত্তি ছাত্র-ছাত্রীদের এ সংবর্ধনা দেওয়া হয়।