পলাশে ইয়াবাসহ গ্রাম পুলিশ আটক
নূরে-আলম রনী, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর পলাশে মঙ্গলবার রাতে কালীবাজার এলাকা থেকে জিনারদী ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সালাউদ্দিন ও মাদক মামলায় একাধিকবার সাজাপ্রাপ্ত নুরুল ইসলামকে আটক করে পলাশ থানার পুলিশ। সালাউদ্দিনের বাড়ি মাঝেরচর গ্রামের আঃ ছাত্তার মিয়ার ছেলে। অপরদিকে নুরুল ইসলাম পলাশেরচর গ্রামের নজীব মিয়ার ছেলে। স্থানীয়রা জানায়, গ্রাম পুলিশ সালাউদ্দিন তার দায়িত্বের পাশাপাশি পুলিশের সোর্স হিসেবে এলাকায় কাজ করতো। আর এই সুবাধে সে মাদকের বেচাঁকেনা করে আসছে। এছাড়া নুরুল ইসলাম দীর্ঘদিন মাদকের সাথে জড়িত থাকায় একাধিকবার জেলও খেটেছে। পলাশ থানার সূত্র জানায়, তাদের বিষয়ে মাদকের মামলার প্রকৃয়া চলছে তবে কি পরিমান ইয়াবা উদ্ধার করা হয়েছে তার পরিমান জানায়নি এস আই মাহাবুব।