Pages

Categories

Search

আজ- বৃহস্পতিবার ২৩ মে ২০১৯

পত্মীতলায় সাইকেল আরোহীকে বাঁচতে গিয়ে যাত্রীবাহী বাস উল্টে আহত-১২ জন

জুলাই ২৫, ২০১৬
দূর্ঘটনা, নওগাঁ, সড়ক
No Comment

road-acident
স্মৃতি রাণী মহন্ত, পত্মীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্মীতলায় এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে যাত্রীবাহী বাস উল্টে ১২জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায়, বিকেল ৩টার দিকে উপজেলা সদর নজিপুর পৌর এলাকার পাবলিক মাঠ সংলগ্ন স্থানে জেলার সাপাহার হতে নজিপুর গামী একটি যাত্রীবাহী বাস এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তাৎক্ষণিকভাবে পত্মীতলা ফায়ার সর্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা ঘটনাস্থল থেকে আহতদের হাসপাতালে ভর্তি করান। হাসপাতাল সুত্র জানায়, এ দুর্ঘটনায় এতে ১২জন যাত্রী আহত হয়ে পত্মীতলা সরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহতরা কেউ গুরুতর নয়। দুর্ঘটনাস্থল ও আহতদের খেঁজ খবর নিয়েছেন নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী। থানা সুত্র জানায়, এ রিপোর্টটি লিখা পর্যন্ত বাস গাড়ির চালক পলাতক রয়েছেন ও একটি মামলার প্রস্তুতি চলছে।