পত্মীতলায় দূর্নীতি বিরোধী র্যালী
বাবুল আক্তার, সাপাহার(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পত্মীতলার ঐতিহাসিক দিবর দিঘীতে মঙ্গলবার সকালে দূর্নীতি বিরোধী র্যালী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ প্রগতি সোস্যাল ওয়েল ফেয়ার অর্গানাইজেশন পত্মীতলা শাখার আয়োজনে অনুষ্ঠিত ওই দূর্নীতি বিরোধী র্যালী ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিবর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান আবু হোসেন, ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ, মহাসচিব শরিফুল ইসলাম শরিফ, যুগ্ন-সচিব আবুবক্কর সিদ্দিক মাস্টার, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জিয়া, সাপাহার উপজেলা প্রেস ক্লাবের সদস্য সচিব মনিরুল ইসলাম, সাংবাদিক শহিদুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে এলাকার নণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংস্থার সকল কর্মীগণ উপস্থিত ছিলেন।