নৈরাজ্য ও গুপ্ত হত্যার প্রতিবাদে কালিয়াকৈরে ছাত্রলীগের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি ও জামায়াত শিবিরের নৈরাজ্য ও গুপ্তহত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ ছাত্রলীগ। বুধবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় এ মানববন্ধন কর্মসূচী পালন করে ছাত্রলীগ।
জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মো. রুবেল পারভেজের সভাপতিত্বে মানববন্ধন শেষে সংক্ষিপ্ত এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক আতিকুর রহমান, পৌর যুবলীগের সাধারন সম্পাদক মোঃ সুমন রানা, পৌর ছাত্রলীগের সভাপিত শেখ রিয়াদ, কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আজাদ কামাল সুহান, রুবেল হাসান জনি ও আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।