নেচে গেয়ে পালিত হল আদিবাসীদের ১১তম কারাম উৎসব
মো.আককাস আলী, (মহাদেবপুর) নওগাঁ : আদিবাসী সাংস্কৃতি, ভাষা ও ঐতিহ্য রক্ষায় রাষ্ট্রীয় উদ্যোগ চাই এই শ্লোগানকে সামনে রেখে গতকাল নওগাঁর মহাদেবপুর উপজেলার দেওয়ানপুর আদিবাসী সাংস্কৃতিক চর্চা উন্নয়ন কেন্দ্রের আয়োজনে ব্র্যাক সমম্বিত উন্নয়ন কর্মসূচী আদিবাসী প্রকল্পের আর্থিক সহযোগীতায় আদিবাসী দেওয়ানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে পালিত হল ১১তম কারাম উৎসব। দেওয়ানপুর আদিবাসী সাংস্কৃতিক চর্চা উন্নয়ন কেন্দ্রের সভাপতি যোগেশ এক্কার সবাপতিত্বে প্রধান অতিথি হিসাবে নওগাঁ-৩ আসনের এমপি ছলিম উদ্দীন তরফদার সেলিম। আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা ব্র্যাক সমম্বিত উন্নয়ন কর্মসূচী আদিবাসী প্রকল্পের জেলা ব্যবস্থাপক সরদার সুগ্রীব কুমার, বীরমুক্তিযোদ্ধা সেরাতুন নবী, জাতীয় কবিতা পরিষদের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.আককাস আলী, আদিবাসী নেতা বৈদ্যনাথ টপ্প্য প্রমূখ। কারাম উৎসবে জেলার বিভিন স্থান থেকে ১৭ টি নৃত্য দল আদিবাসীদের নৃত্য পরিবেশন করে এবং উৎসব শেষে প্রতিটি নৃত্য পরিবেশনকারী দলকে পুস্কার দেয়া হয়। উৎসবের আগে ব্র্যাক সমম্বিত উন্নয়ন কর্মসূচী আদিবাসী প্রকল্পের আয়োজনে উচ্চ শিক্ষিত ৭জন ছাত্র-ছাত্রিদের নিয়ে একটি শিক্ষামূলক বক্তব্য অনুষ্টিত হয়। এতে তিন জন বিজয়ীর হাতে পুস্কার তুলে দেওয়া হয়।