Pages

Categories

Search

আজ- বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০১৯

নান্দাইল উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা

জুলাই ৯, ২০১৭
ময়মনসিংহ, স্বাস্থ্য
No Comment

এবি সিদ্দিক খসরু, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ২৭তম সভা রোববার ৯ই জুলাই হাসপাতাল সভা কক্ষে কমিটির সভাপতি মাননীয় সংসদ সদস্য মোঃ আনোয়ারুল আবেদীন খাঁন তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। নব যোগদানকারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ অনুপম ভট্টাচার্য্য পরিচালনায় অনুষ্ঠিত সভায় নান্দাইল পৌরসভার মেয়র মোঃ রফিক উদ্দিন ভুইয়া, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবুন ফাতেমা পপি, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ মাজহারুল হক ফকির, কমিটির সদস্য সিনিয়র আইনজীবি মোঃ জালাল উদ্দিন, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ সরদার মোঃ ইউনুস আলী, সিনিয়র সাংবাদিক মোঃ এনামুল হক বাবুল, রবিউল আলম ফরাজী, রমেশ কুমার পার্থ প্রমুখ আলোচনায় অংশগ্রহন করেন। সভায় নবযোগদানকারী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ অনুপম ভট্টাচার্য্য’কে বরণ করে নেওয়া হয় এবং নান্দাইল হাসপাতাল পরিচালনায় তাঁর সার্বিক কার্যক্রমে স্বাস্থ্য সেবা কমিটি সহযোগীতা প্রদান করবেন বলে সভায় উল্লেখ করা হয়। এছাড়া হাসপাতালে মেরামত কাজের অনিয়ম দূর্নীতির সুষ্ঠ তদন্ত দাবী করা হয়। জাহাঙ্গীপুর পরিবার পরিকল্পনা কেন্দ্র (এফডবিøউসি) সংস্কার কাজে মারাত্মক অনিয়ম দূর্নীতি করে ঠিকাদার কর্তৃক টাকা উঠিয়ে নিয়ে যাওয়ায় সভায় উদ্বেগ প্রকাশ সহ জরুরী তদন্ত দাবী করা হয়।