Pages

Categories

Search

আজ- মঙ্গলবার ১৫ জানুয়ারি, ২০১৯

নান্দাইলে হাফেজ আঃ রফিক ৫দিন যাবত নিখোঁজ

অক্টোবর ২৩, ২০১৬
ময়মনসিংহ, সন্ধ্যান
No Comment

img0441

এবি সিদ্দিক খসরু,নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের বাশঁহাটি গ্রামের সিরাজুল ইসলামের পুত্র হাফেজ মো. আঃ রফিক (৩০) গত ১৯শে অক্টোবর সকালে নান্দাইল পুরাতন বাস স্ট্যান্ডে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। পরবর্তী সময়ে গত শুক্রবার ২১ অক্টোবর সকালে তার চাচাতো ভাই সুজনের সাথে চট্টগ্রাম থেকে মোবাইল ফোনে আলাপ করার পর থেকে অদ্যাবধি তার মোবাইল ফোন বন্ধ রয়েছে। ইতিমধ্যে সকল আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ খবর নেওয়া হলেও কোথাও তাকে পাওয়া যায়নি। হঠাৎ করে রফিক নিখোঁজ হয়ে যাওয়ায় তার পরিবারের মাঝে উৎকন্ঠা বিরাজ করছে। কোন ব্যক্তি / সংস্থা উক্ত রফিকের কোন সন্ধান জানা থাকলে দয়া করে নিম্ম ঠিকানায় জানানোর জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। সন্ধান প্রার্থী মো. অলিউল্লাহ পিতা-মৃত আব্দুস সোবহান, গ্রাম- বাশঁহাটি, পোঃ খামারগাঁও, নান্দাইল, ময়মনসিংহ। মোবাইল নং ০১৯১৭ ০৯০৮৭৮ ।