Pages

Categories

Search

আজ- বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০১৯

নান্দাইলে সড়ক দূর্ঘটনায় হেলপারের মৃত্যু

এবি সিদ্দিক খসরু, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহা সড়কের নান্দাইল উপজেলার ঘোষপালা নামক স্থানে তাড়াইল থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস অন্য একটি বাসকে ওভার টেক করতে গিয়ে রাস্তার পার্শ্বে একটি ডোবাতে পড়ে উল্টে যায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৯ মে)। বাসটিতে যাত্রী ছিল মাত্র ৭ জন সকল যাত্রীরা নিরাপদে বের হয়ে আসতে পারলেও উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের চামটা গ্রামের সুরুজ মিয়ার পুত্র বাসের হেলপার সবুজ মিয়া (২৫) বাসের নিচে চাপাঁ পড়ে ঘটনাস্থলে মারা যায়। নান্দাইল হাইওয়ে ও মডেল থানা পুলিশ যৌথ ভাবে বাসটি উদ্ধার করে বাসের ভিতরে থাকা হেলপারের মৃত দেহটি পায়। নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ ওহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।