Pages

Categories

Search

আজ- রবিবার ১৭ ফেব্রুয়ারি ২০১৯

নান্দাইলে সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত

এপ্রিল ৬, ২০১৬
অপমৃত্যু, দূর্ঘটনা, ময়মনসিংহ, সড়ক
No Comment

accedent
এবি সিদ্দিক খসরু, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলায় গত দুইদিনে সড়ক দূর্ঘটনায় পিতা হাতে পুত্র সহ ২জন নিহত হয়েছে। ৪ঠা এপ্রিল সোমবার আচারগাঁও ইউনিয়নের সিংদই গ্রামে ইজিবাইক চালক খোকন মিয়ার নিজের গাড়ীর নিচে চাপা পড়ে তার দেড় বছরের শিশু সন্তান সৌরভ ঘটনাস্থলে নিহত হন। অপরদিকে ৬ই জুলাই বুধবার আচারগাঁও জলসিড়ি বাসস্ট্যেন্ডে দ্রুতগামী টমটমের নিচে চাপা পড়ে আচারগাঁও গ্রামের আমির হোসেনের পুত্র দুলাল মিয়া (৫০) দূর্ঘটনাস্থলে মারা যায়। টমটম চালক বাবুল মিয়াকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাম্প্রতিককালে নান্দাইল উপজেলার সর্বত্র লাইসেন্স বিহীন অটো ট্যাম্পু, টমটম গাড়ী ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। শুধু তাই নয় অল্প বয়ক্স (১০/১২ বছরের ছেলেদের) এই সমস্ত অবৈধ গাড়ী চালাতে দেখা যাচ্ছে। পুলিশ অজ্ঞাত কারনে নিরব ভূমিকা পালন করে যাচ্ছে।