Pages

Categories

Search

আজ- বৃহস্পতিবার ২৩ মে ২০১৯

নান্দাইলে রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে মানবন্ধন

এবি সিদ্দিক খসরু, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতন, অগ্নিসংযোগ, ধর্ষণ ও নারী-শিশুসহ নির্বিচারে মুসলিম গণহত্যা বন্ধের দাবিতে মঙ্গলবার (৫সেপ্টেম্বর) ঘন্টাব্যাপী নান্দাইল উপজেলায় ময়মনসিং-কিশোরগঞ্জ মহাসড়কে নান্দাইল মুসলিমবাসীর উদ্দ্যোগে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিয়ানমারে রোহিঙ্গা মুসলামনাদের উপর এমন অমানবিক নির্যাতন ও গণহত্যা খুবই নেক্কারজনক। যা মুসলিম জাতির উপর আঘাত হানছে। মিয়ানমারের সামরিক বাহিনীর এই অত্যাচার চরম সীমায় পৌছে গেছে। বক্তারা এই গণহত্যা, মুসিলম নির্মূলের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে গণহত্যা ও মুসলিম পরিবারের উপর নির্যাতন বন্ধ করার জন্য বিশ্ব মানবাধিকার সংগঠন ও জাতি সংঘের হস্তক্ষেপ কামনা সহ বাংলাদেশ সরকারকে রোহিঙ্গাদের পাশে থাকার আহŸান জানান। বক্তারা আরো বলেন মুসিলম গণহত্যা কান্ড বন্ধ করা না হলে বিশ্বের মুসলিম দাবানলের মত ঝাপিয়ে পড়বে। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নান্দাইল প্রেসক্লাবের সভাপতি মোঃ ফজলুল হক ভুইয়া, মোঃ হাসান মাহমুদ, এমদাদুল্লাহ, লুৎফর রহমান প্রমুখ।