Pages

Categories

Search

আজ- সোমবার ১৮ ফেব্রুয়ারি ২০১৯

নান্দাইলে বিয়ের প্রলোভনে যুবতীকে ধর্ষন

অক্টোবর ১৯, ২০১৫
অপরাধ, ধর্ষণ, নারী অঙ্গন, ময়মনসিংহ
No Comment

এবি সিদ্দিক খসরু, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃnews_img6454

ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের গাংগাইল গ্রামের (পংকরহাটি খালপাড়) জনৈক জিন্নত আলীর পুত্র মোঃ সিরাজুল ইসলাম বিয়ের প্রলোভন দেখিয়ে বিধবা এক যুবতীকে গত রমজান ঈদের পর থেকে কয়েকদফা ধর্ষন করেছে। লোকমান হোসেনের কন্যা মোছাঃ আনোয়ারা বেগম (৩০) অভিযোগ করেন উক্ত সিরাজুল ইসলাম তার স্বামী মারা যাওয়ার পর দুইটি মেয়ে সন্তানকে এবং তাকে দেখাশুনা, ভরনপোষণ করবে এবং বিয়ের আশ্বাসে তার সাথে যৌন সম্পর্ক গড়ে তুলে। বর্তমানে উক্ত যুবতী দুই মাসের অন্তস্বত্তা বলে দাবী করে। সিরাজুল ইসলামকে বর্তামানে বিয়ের চাপ দিলে প্রভাবশালী সিরাজ তাকে বিয়ে করবেনা বলে জানিয়ে নানা ধরনের হুমকি সহ গর্ভপাত করার জন্য চাপ দিয়ে যাচ্ছে। বর্তমানে অসহায় আনোয়ারা বেগম বিষয়টি গাংগাইল ইউনিয়নের চেয়ারম্যান, ওয়ার্ড মেম্বার ও স্থানীয় সমাজপতিদের জানিয়ে ঘটনার বিচার দাবী করেছেন। একই সাথে স্থানীয় সংবাদকর্মীদের বিষয়টি লিখিতভাবে অবহিত করে সহযোগীতা চেয়েছেন।